সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে ‘গণটিকাদান কর্মসূচি’ শুরু হয়েছে। বয়স ও অঞ্চলকে প্রধান্য দিয়ে গণটিকা কার্যক্রম চলছে। শনিবার (৭ আগস্ট) প্রথম দিনে সারাদেশে ২৭ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকেও টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
আগামী ১০ আগস্ট থেকে প্রথম পর্যায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। এ কার্যক্রমে প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১০-১২ আগস্ট ৩ দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
সান নিউজ/এনএম