কূটনৈতিক প্রতিবেদক: বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি। শুক্রবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
এতে অংশ নেন ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। রীতি অনুযায়ী উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও।
অনুষ্ঠানের শুরুতেই ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং এরপর পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংসদীয় স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।
জানা গেছে, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইরানি প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর মুখপাত্র জানিয়েছেন, রাইসির শপথ অনুষ্ঠানে ১০ দেশের সরকারপ্রধান, ২০ দেশের সংসদীয় স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী, ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে ইরান প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ২০ বছর আগে বাংলাদেশ ভ্রমণের স্মৃতিচারণ করেন।
তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন জানানোর জবাবে শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে বলে প্রশংসাও করেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।
এ সময় ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের দৃঢ়চেতা মনোভাবের প্রশংসাও করেন প্রেসিডেন্ট।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়টি সামনে আনেন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে থাকার কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুবিধা মতো সময়ে বাংলাদেশে সফর করার আন্ত্রমণ জানালে তিনি তাতে সম্মতি দেন।
পরে প্রতিমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জেরিফের সাথে বৈঠক করেন। এ সময় উভয় দেশের মধ্যে যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়।
সান নিউজ/এফএআর