বেনাপোল প্রতিনিধি: পঞ্চমবারের মতো বাংলাদেশে এসেছে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস। এবারো অক্সিজেনবাহী বিশেষ ট্রেনটি এনেছে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। এই অক্সিজেন শ্বাসকষ্টের রোগীদের জন্য ব্যবহার করা হবে।
তরল মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেন বুধবার (৪ আগস্ট) ভারতের টাটানগর থেকে ছেড়ে আসে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে ট্রেনটি বেনাপোলে এসে পৌঁছায়।
গত ২৪, ২৭, ৩০ ও ৩১ জুলাই ভারত থেকে ৪ দফায় মোট ৮০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে ৪টি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে ভারত থেকে পঞ্চম দফায় ১ হাজার টন অক্সিজেন এলো।
সাননিউজ/এমআর