নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় দিনভর তীব্র গরমের রাতে হয়েছে বৃষ্টিপাত। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। ভারী বৃষ্টির সঙ্গে ছিল বজ্রঝড়ও।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে চারপাশ প্রকম্পিত হয়। বজ্রঝড়ের সঙ্গে বৃষ্টির কারণে বেশকিছু এলাকার ট্রান্সফরমার বিকল হওয়ার সংবাদ পাওয়া গেছে। কিছু এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে।
এদিন সকাল থেকে আকাশ মেঘমুক্ত ছিল। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত দুই সপ্তাহে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রা।
মৌসুমি বায়ুর প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বজ্রসহ বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী দুই দিনে বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দুদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। পরের ৫ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সাননিউজ/এমআর