সান নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে চিঠি পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে গত মার্চে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে জোর দিয়েছে ভারতে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চিঠিতে জয়শঙ্কর লিখেছেন, আমাদের অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা, স্থিতিস্থাপকতা এবং প্রশমনের ক্ষেত্রে সাম্প্রতিক সমঝোতা স্মারকটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এই প্রক্রিয়াগুলো দুই দেশকে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় খুব ভালোভাবে সহায়তা করবে। দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে একে অপরের কাছ থেকে দুর্যোগ মোকাবিলার অনুশীলন শেখার পাশাপাশি একে অপরকে সহায়তা করতে পারবে।
গত ২৫ জুলাই ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লেখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জয়শঙ্কর শোক বার্তা পাঠানোর জন্য মোমেনকে ধন্যবাদ জানান।
সান নিউজ/এনএম