নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি অফিস-আদালত বন্ধ রেখেছে সরকার। তবে, অনলাইনে চলছে কার্যক্রম। এদিকে আদালত চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, ফুরকোর্ট সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এই সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম ‘ফুলকোর্ট সভা’। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সান নিউজ/এনএম