নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রযোজক নজরুল ইসলাম রাজ আটক করেছে র্যাব। এসময় তার বাসা থেকে মাদক ও সিসা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) রাতে র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাত সোয়া ১০টার দিকে রাজকে বাসা থেকে বের করা হয়। তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র্যাব-১ এর সদস্যরা। তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
রাত আটটার দিকে র্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। এর আগে বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। সেখানে বিপুল পরিমাণ মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইস জব্দ করে এলিট ফোর্সটি। পরে পরীমনিকে আটক করে নিয়ে যায় র্যাব সদর দফতরে।
পরীমনির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমনি।
গত রবিবার (১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মডেল পিয়াসা ও মৌ আক্তারের বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসা সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া তাদের প্রধান সমন্বয় শরিফুল হাসান মিশু ও তার সহযোগী মাসুদুল ইসলাম জিসানকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি, অস্ত্র-গুলি এবং ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
সাননিউজ/এমএইচ/এমআর