কূটনৈতিক প্রতিবেদক: তুরস্কে ভয়াবহ দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসগলুকে পাঠানো এক বার্তায় ড. মোমেন দাবানলে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় মোমেন বলেন, তুরস্কের এই কঠিন পরিস্থিতিতে দেশটির জনগণের পাশে রয়েছি আমরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত সেরে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।
গত কয়েকদিন ধরে দাবানলে জ্বলছে তুরস্ক। দেশটির এক চতুর্থাংশ প্রদেশে অর্থাৎ ২১টি প্রদেশে প্রায় একই সময়ে আগুন লাগে গত বুধবার দুপুরের দিকে। এইসব প্রদেশের বেশিরভাগই পর্যটন এলাকা। এই এলাকাগুলোর বন-জঙ্গলে প্রায় ১১০ জায়গায় জ্বলে উঠে আগুন। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সান নিউজ/এফএআর