নিজস্ব প্রতিবেদক : নিজস্ব কোনো ফেসবুক আইডি বা পেজ নেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর। কে বা কারা ডা. চৌধুরীর নামে ফেসবুক পেজ খুলে উদ্দ্যেশ্যমূলক বক্তব্য প্রদান করছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থের গণমাধ্যম উপদেষ্টা।
সোমবার (২ আগস্ট) গণস্থাস্থ্য কেন্দ্রের এক ফেসবুক পোস্টে তিনি জানান, এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবুও তার নামে ভুয়া আইডি খুলে বক্তব্য প্রচার করা হচ্ছে।
গত বছরের ২৪ মার্চ ধানমন্ডি মডেল থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, ‘আমি ডা. জাফরুল্লাহ চৌধুরী ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ব্যক্তিগত মোবাইল নম্বর আছে যা আমি নিয়মিত ব্যবহার করছি। কিন্তু আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে অথবা কীভাবে যেন ইন্টারনেটের মাধ্যমে আমার নামে ফেসবুক পোস্ট করছে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। বিষয়টি আমি নিজেও জানি না। এ বিষয়ে আপনার থানায় সাধারণ ডায়েরিকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
সান নিউজ/ এমএইচআর