নারীদের নিরাপত্তায় বাসে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রাথমিকভাবে ঢাকার চারটি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। চলতি বছরে ৫০টি এবং পরবর্তীতে ১৫০টি বাসে সিসি ক্যামেরা বসানো হবে।পর্যায়ক্রমে সব গণপরিবহনে সিসি ক্যামেরা বসানো হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে দিপ্ত ফাউন্ডেশন। ক্লোজ সার্কিড ক্যামেরাগুলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও দিপ্ত ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকবে। সেখান থেকে ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ নিয়ে মানুষকে সচেতন করতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনার উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এই উদ্যোগের ফলে কর্মজীবী নারা বেশি উপকৃত হবেন বলে মনে করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াতা নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।গণপরিবহনে এসব ভ্রাম্যমাণ আদালতের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা থাকবে, যেন প্রয়োজনে যোগাযোগ করা যায়।