নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আবারও শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। সেরাম ইন্সটিটিউট থেকে প্রতিশ্রুত টিকা না পাওয়া অনেকটাই থমকে গিয়েছিলো এই টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। এবার জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ১০ লাখের বেশি টিকা পাওয়া গেছে। ফলে আবারও দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি।
সান নিউজ/এনএম