নিজস্ব প্রতিবেদক: চলনমান কঠোর বিধিনিষেধের দশম দিনে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়ে ৩০৩ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, নাগরিকদের কঠোর বিধিনিষেধ মানাতে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে সারাদিনে ৩০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত।
সাননিউজ/এমআর