কূটনৈতিক প্রতিবেদক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৬৮ বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে দেশে পাঠানো হয়েছে। শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় থাইল্যান্ডে দায়িত্বরত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই উপস্থিত ছিলেন। করোনাভাইরাস মহামারীকালীন ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে থাইল্যান্ড।
দেশে পাঠানো ৬৮ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সান নিউজ/এফএআর