নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী শিল্পকারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শ্রমিকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে।
এর আগে, রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু যাত্রীদের ব্যাপক চাপের ফলে নতুন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ যাত্রী সংখ্যা বেশি। সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সান নিউজ/এনএম