নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহনসহ নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত তার অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি তথ্য বিবরণী সূত্রে বিষয়টি জানা গেছে।
মূলত রোববার থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিচ্ছে সরকার। এমন ঘোষণায় শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। তবে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফিরতে শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে শনিবার রাতে কয়েকঘণ্টার জন্য গণপরিবহনসহ নৌযান চলাচলের অনুমতি দেয় সরকার।
বরিশাল নদী বন্দর ও পটুয়াখালী থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। শনিবার রাতে পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন ও বরিশাল রুটের অ্যাডভেঞ্চর লঞ্চ কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, শিল্প-কারখানা খুললেও আপাতত কাজে যোগ না দিতে পারলেও চাকরি হারাবেন না শ্রমিকরা।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
সান নিউজ/ এমবি/এনএম