নিজস্ব প্রতিবেদক : কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে টিকা বহনকারী অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান জানান, নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন টিকা নিয়ে বিকেল সোয়া ৩টায় বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, শনিবারের দ্বিতীয় চালানের সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর আগামী ৩ আগস্ট আসবে আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ জোড টিকা।
ওইদিন টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে জানানো হয়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। শনিবার টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। টিকাগুলো টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।
গত ২৪ জুলাই জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দেন। সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল। সেখান থেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ।
সান নিউজ/এমএইচ