নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানায় থাকা জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালাচ্ছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত মধ্যরাতে রাজধানীর মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসে এ অভিযান চলছে।
এর আগে রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে হেলেনাকে আটক করা হয়। র্যাবের অভিযানে হেলেনার বাসা থেকে হরিণের চামড়া, ক্যাংগারুর চামড়া, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, ক্যাসিনোসামগ্রী, দেশি-বিদেশি ছরি-চাকু, একাধিক ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, বিপুল সংখ্যক এটিএম কার্ড উদ্ধার করা হয়। সূত্র বলছে, এছাড়াও বাসা থেকে কিছু কাগজপত্র উদ্ধার করেছে র্যাব। এগুলো যাছাই-বাছাই করা হবে। র্যাবের সদস্যরা হেলেনার বাসায় এতকিছু দেখে অবাক হন।
রাত আটটার দিকে র্যাব সদস্যরা হেলেনার বাসভবনে প্রবেশ করেন। রাত পৌনে ১০টার দিকে র্যাবের তিন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন। এসময় র্যাব বাসার মূল ফটক বন্ধ করে দেয়। তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ১২টার দিকে তাকে আট করা হয়।
সাননিউজ/এমআর