জাতীয়

রেলওয়ে মাঠে এডিসের লার্ভা!

জাহিদ রাকিব

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যেখানে জনজীবন দুর্বিসহ হয়ে উঠছে। সেখানে আবার যুক্ত হয়েছে ডেঙ্গুর সংক্রমণ। দিন দিন ডেঙ্গু পরিস্থিতি অস্বাভাবিক হারে বাড়ছে। ডেঙ্গু নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন ইতোমধ্যে শুরু করেছে চিরুনী অভিযান। অথচ স্বয়ং সিটি করপোরেশনের মাঠেই এখন এডিস মশার লার্ভা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র ১১ নাম্বার ওয়ার্ডের শাহজাহানপুর রেলওয়ে খেলার মাঠে গিয়ে দেখা যায়, কোরবানির ঈদে এই মাঠে গরুর হাট বসেছিলো। আর হাটের বর্জ্য ভালোভাবে অপসারণ না করায় মাঠে জমে থাকা পানিতে এডিস মশার উৎপত্তি বাড়ছে। আর এই এডিস মশার উৎপাতে এলাকাবাসী শঙ্কিত।

রেলওয়ে কলোনিতে বসবাস করেন আবু ছিদ্দিক। তার ৭ বছরের মেয়ে সামিয়াকে নিয়ে মাঠে সাইকেল চালানো শিখাতে এসেছেন তিনি। মাঠে এসে দেখেন মাঠে এখনো গরুর হাটের বর্জ্য অপসারণ করা হয়নি। পুরো মাঠে মশার উৎপাত। ফলে বাধ্য হয়ে মেয়েকে নিয়ে চলে যান তিনি।

আবু ছিদ্দিক সাননিউজকে বলেন, আগে মাঠে সকাল-বিকাল কলোনির মানুষ এসে ব্যায়াম করতো। বাচ্চারা এখানে সারাদিন খেলাধুলা করতো। মাঠের খানা-খন্ধে পানি জমে যেভাবে মশার উৎপাত বেড়েছে তাতে এখানে সময় কাটানো সম্ভব না।

স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, গরুর হাটের সময় এখানে যেন কেয়ামত গেছে। একদিকে করোনার ভয় অন্যদিকে ভালোভাবে মাঠের বর্জ্য পরিষ্কার না করায় ডেঙ্গুর ভয়ে আছি। আর এই কারণে সকাল-বিকাল আমরা আসতে পারি না।

তিনি বলেন, সিটি করপোরেশন থেকে ৪ দিন কোন রকম এসে ওষুধ ছিটায়। ওষুধ দিলে মনে হয় মশার উৎপাত বাড়ে।

শাহাজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করেন মোহাম্মাদ হোসেন। তিনি বলেন, করোনার কারণে স্কুল বন্ধ। আমরা যে একটু মাঠে খেলে সময় কাটাবো তার কোন সুযোগ নেই। মাঠে জমে থাকা পানিতে মশার কারণের আর হাটের বর্জ্য অপসারণ না করায় আমরা খেলতে পারি না এখন।

এই বিষয়ে সান নিউজের সাথে কথা হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম আসিফ।

কাউন্সিলর বলেন, আমার জানামতে প্রতিদিনই এডিস মশার লার্ভা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। তারপও যদি মাঠে কোন মশার লার্ভা থাকে তাহলে আমি এখনই লোক পাঠাচ্ছি।

মাঠের বর্জ্য অপসারণ নিয়ে তিনি বলেন, মাঠের বর্জ্য অপসারণ পুরোপুরি শেষ হয়নি। মাঠে একটু পানি কমে গেলে আমরা পরিষ্কার করে মাঠকে খেলার উপযোগী করবো।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

জমি দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু বেড়ে ১ 

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে খাস জমি দখল...

অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : দেশে গত অক্টোবরে মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায়...

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকে...

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

ফার্মগেট মানসী প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার বেজমেন্টে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা