নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা টিকার আওতায় এসেছেন ১ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮৭৩ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৭ লাখ ৭৭ হাজার ৪৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১০ হাজার ৪৪৩ জন।
প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৬৪ হাজার ১৫১ আর নারী ৩০ লাখ ১৩ হাজার ২৭৯ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৫২ হাজার ২০০ আর নারী ১৫ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৮১ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ৫২৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৪ লাখ ২১ হাজার ৯৫০ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৪ লাখ ২১ হাজার ৯৫০ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৮৮৫ ও নারী ১ লাখ ৬৬ হাজার ৪৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৪৪৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।
সান নিউজ/ এমএইচআর