নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌঁছেছে। পর্যায়ক্রমে ১০ ট্যাংকলরির মাধ্যমে এসব অক্সিজেন সোমবার (২৬ জুলাই) রাত ১০টার মধ্যে রূপগঞ্জের দুপ্তারা এলাকায় অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড প্ল্যান্টে পৌঁছায়।
লিন্ডে বাংলাদেশের ম্যানেজার সামসুল আলম সরকার ওই প্ল্যান্টে অক্সিজেন সংরক্ষণের তথ্য নিশ্চিত করেছেন। এখান থেকে অক্সিজেনের মান নিয়ন্ত্রণ পরীক্ষা শেষে বিভিন্ন হাসপাতালেও পাঠানো হচ্ছে।
জানা যায়, শনিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে ১০ কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা নামে অক্সিজেনবাহী ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। ওই দিন রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে ট্রেনটি পৌঁছায়। পরে সেটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ওই স্টেশন থেকে অক্সিজেন খালাসের পর রোববার (২৫ জুলাই) বিকেল থেকে সোমবার বিকাল পর্যন্ত সাত ট্যাংকলরিতে ১৪০ মেট্রিক টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত লিন্ডে বাংলাদেশ লিমিটেড প্ল্যান্টে এসে পৌঁছায়। সর্বশেষ সোমবার রাত ১০টার মধ্যে বাকি তিনটি ট্যাংকলরিতে আসে ৬০ মেট্রিকটন অক্সিজেন।
জানা গেছে, ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে।
প্রথমবার ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ভারতের পেট্রোপোল বন্দর থেকে বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসে। সব আনুষ্ঠানিকতা শেষ করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশি ট্যাংকারে অক্সিজেন খালি করে ভারতে ফিরে গেছে।
সাননিউজ/এমআর