নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন জেলের লঘু দণ্ডপ্রাপ্ত দুই হাজার ৮৮৪ কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
ইতিমধ্যে দুই দফায় ৫৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুই হাজার ৩২৯ জনকেও শিগগির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার (০৯ মে) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মঞ্জুর হোসাইন জানান, দুই হাজার ৩২৯ কারাবন্দীকে ছেড়ে দিতে দেশের সবগুলো কারাগারে তালিকা পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা মুক্তি পাবেন।
এর আগে করোনার কারণে জামিন যোগ্য অপরাধে কারাবন্দীদের মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠায় কারা অধিদপ্তর। ওই তালিকা যাচাই-বাছাই শেষে দুই হাজার ৮৮৪ জনকে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়।
গত সপ্তাহে দুই দফায় ৫৫৫ জনকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
সান নিউজ/ আরএইচ