নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২১৪ জন।
শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ৬৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গেছে। ফলে এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। ফলে এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ২ হাজার ৪১৪ জন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৭ হাজার ৪০২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৮২৭ জন।