নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির ৪৫তম দিন আজ। এই সাধারণ ছুটির মাঝেও দিনে দিনে বেড়েই চলেছে দেশে করোনার সংক্রমণ। এরমধ্যে দেশে ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০৬ জন।
করোনার এই সংকটকালীন সময়েও যথাযথ শারীরিক দূরত্ব না মেনে দিনকে দিন বাইরে মানুষের সমাগম বেড়ে চলেছে। এ চিত্র সবচেয়ে বেশি চোখে পড়ে রাজধানী ঢাকায়।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মনে হয় করোনাভাইরাসকে তেমন গা করছেন না কেউ। স্বাভাবিক ভঙ্গীতেই বাইরে ঘোরাফেরা করছেন অনেক মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ঢাকার অলি-গলিতে মানুষের ভিড় বাড়ছে। কারণে-অকারণে হরেক ছুতোয় ঘর থেকে বেরিয়ে পড়ছে তারা। এ ধরনের পরিস্থিতিতে দেশে দিন দিন করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।
সান নিউজ/ আরএইচ