নিজস্ব প্রতিবেদক : কোভ্যাক্সের আওতায় জাপান থেকে দেশে আসছে ২ লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা। আজ (২৪ জুলাই) ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে বিকেল ৩টা ২০ মিনিটে এই ভ্যাকসিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
জানা গেছে, জাপান বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে। এই টিকার প্রথম চালান দেশে আসছে আজ শনিবার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করবেন। টিকা হস্তান্তর করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সান নিউজ/ এমএইচআর