সাননিউজ ডেস্ক: ঈদুল আজহায় গণভবনে ছয়টি ছাগল ও দুটি গরু কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি সংবাদমাধ্যকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
বিপ্লব বড়ুয়া বলেন, ঈদের দুদিন গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। এসময় যে কেউ গণভবনে প্রবেশ করতে পারেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছর থেকে জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা তার জন্য বেদনার। করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এলে গণভবন আবারও সাধারণ মানুষকে অভ্যর্থনা জানানো হবে।
তিনি জানান, এবছর ঈদুল আজহায় ছয়টি ছাগল ও দুটি গরু কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী টেলিফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাননিউজ/এমআর