নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কত জনের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দেশের করোনা সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং প্রচারিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিং করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এসময় তিনি বলেন,আজকের বুলেটিনে মৃত্যুর বিষয়ে কিছু জানানো হচ্ছে না। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মৃত্যুর খবর জানানো হবে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৪টি ল্যবে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৭০৬। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। সুস্থ হয়েছেন ১৩০ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।