সাননিউজ ডেস্ক: যুক্তরাজ্য বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি এবং একইসঙ্গে বিশ্বজুড়ে কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে একটি বাণিজ্য প্রকল্পের (ইউকে ডেভলপিং কান্ট্রিস ট্রেডিং) প্রস্তাব করেছে।
যুক্তরাজ্য নতুন বাণিজ্য বিধিমালার ওপর একটি পরামর্শ কার্যক্রম শুরু করেছে। এই পরামর্শ কার্মকাণ্ড দারিদ্র থেকে বেরিয়ে আসতে উন্নয়নশীল দেশগুলেকে সহায়তা করবে এবং ব্রিটেনের ব্যবসা এবং ভোক্তাদের সহায়তা করবে।
মঙ্গলবারে (২০ জুলাই) বৃটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশসহ ৭০টি দেশকে যুক্তরাজ্যে তাদের রপ্তানি বৈচিত্র আনতেএবং তাদের অর্থনীতি বিকাশে সুযোগ করে দেবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক ট্রেড সেক্রেটারি লিসট্রাস বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো প্রমাণ করেছে বাণিজ্যের পথে জীবন যাত্রার মান উন্নয়ন সম্ভব এবং‘আমাদের নতুন উন্নয়নশীল দেশ’বাণিজ্য প্রকল্প অন্যদেরও একই কাজ করতে সহয়িতা করবে।
তিনি বলেন, আরো উদার, পুরো বাণিজ্যমুখী দৃষ্টিভঙ্গি গ্রহন কওে আমাদেও কাছে অন্যভাবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। যা প্রবৃদ্ধি ও সম্ভাবনাকে এগিয়ে নেবে।
সাননিউজ/এমআর