নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: ঈদুল আজহাকে সামনে রেখে শহর ছাড়ছে গ্রামমুুুখি মানুষ। গত কয়েকদিনে প্রায় অর্ধকোটি লোক রাজধানী ছেড়েছে। অনেকেই বাসে জায়গা না পেয়ে ট্রাকে গাদাগাদি করে বাড়িতে যাচ্ছেন। এতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা বাড়ছে।
রাজধানীতে গরু নিয়ে আসা বিভিন্ন জেলার ট্রাকগুলো ফিরছে মানুষ নিয়ে। বাসের চেয়ে কিছুটা কম দামে বাড়িতে যেতে অনেক শ্রমিক বেছে নিয়েছেন ট্রাক।
পুংলি এলাকায় খোলা ট্রাকের যাত্রী মোতালেব জানান, ভোর রাতে ঢাকা থেকে রওনা হয়েছি। এখন টাঙ্গাইলে যানজটে পড়ছি। আধাঘণ্টা ধরে একই স্থানে আটকা রয়েছি।
গরুবাহী ট্রাকে যাওয়া যাত্রীরা জানান, একদিকে ভাড়া কম অন্যদিকে বাস পাওয়া যাচ্ছে না। পেলেও ভাড়া তিনগুণ। আমাদের মতো নিম্নআয়ের মানুষ এতে টাকা ভাড়া দিয়ে ঈদে বাড়ি যেতে পারবে না। তাই খোলা ট্রাকে দাঁড়িয়ে যাচ্ছি।
সান নিউজ/এফএআর