নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের রিয়াজুল হাসান (৪৬), কেরানীগঞ্জের মোহাম্মদ আমিন (৩৫) এবং সোনারগাঁওয়ের মোকারাম খাঁন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ।
তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটটি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তারা শরীরের বিভিন্ন অংশে সোনাগুলো পেঁচিয়ে নিয়ে আসে।
সান নিউজ/এনএম