নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১২ হাজার ৭শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
সোমবার (১৯ জুলাই) সকাল ১০টায় হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলো- হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মো.মঞ্জুর আলমের ছেলে মো. মামুন (২০)।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে বিজিবি। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল চেকপোস্টে এসে থামে। বিজিবি তল্লাশি শুরু করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এরপর তল্লাশি করে মোটর সাইকেলের টাংকির ভেতরে অভিনব কায়দায় লুকানো এসব ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ১০ হাজার টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
সাননিউজ/ জেআই