নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির মধ্যে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ফেরত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রবাসীদের বিষয়ে অনুষ্ঠিত পঞ্চম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বুধবার (৬ মে) এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন দেশে ফেরত আসতে পারে। তাদের জন্য কী ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নিয়ে আমরা আলোচনা করছি।
মন্ত্রী বলেন, আমাদের দেশে কোয়ারেন্টিন ব্যবস্থা কতটুকু আছে তা যাচাই করে প্রবাসীদের ফেরত আনার ব্যবস্থা করা হবে। তবে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ নাগরিক দেশে ফেরত এসেছেন। এদের একটি বড় অংশ জেল ফেরত।
ওমরাহ হজ যারা করতে গিয়েছিলেন যাবা সেখানে থেকে গেছেন। অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি,তাদের ফেরত আনা হয়েছে।
ভারত, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন, তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এ কে আব্দুল মোমেন।