নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এতে যাত্রী ও চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পুংলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত যানজট দেখা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর গাড়ি আটকা থাকলেও ঢাকামুখী লেনে স্বাভাবিক গতিতে চলছে পরিবহন। তবে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন। মূলত মহাসড়কের পুংলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, সল্লা ও জোকারচর এলাকায় যানজট বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
সান নিউজ/ এমএইচআর