নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৭ মে) গণভবনে বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেশে ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেই একমাস পর বসছে এই বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বৈঠকও সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।
জানা গেছে, বৈঠকে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে চলমান কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তা নিয়ে বেশি আলোচনা হতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে সাধারণ ছুটি চলছে। এই ছুটি চলাকালে সবশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই সূত্রটি জানিয়েছে।