আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রচারে অংশ নেয়ার বিষয়ে উদ্বেক জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে চিঠি দিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার।
ইসির সচিবালয় সূত্র জানায়, আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে সবার সমান সুযোগ থাকা উচিৎ। কিন্তু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচার ও কার্যক্রমে সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এর ফলে সবার সমান সুযোগ নষ্ট হচ্ছে। এটি সিটি কর্পোরেশন নির্বাচনী আচরণ বিধিমালা-২০১৬ এর লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি।
তবে চিঠির বিষয়ে কথা বলতে রাজি হননি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।