নিজস্ব প্রতিবেদক: করোনা টিকার ১০ লাখ ডোজ নিয়ে শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি জানিয়েছেন।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তখন ফেসবুক পোস্টে বিষয়টি জানান, ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।
এদিন দুপুরে মাইদুল ইসলাম প্রধান জানান, রাত ১১টার দিকে প্রথম ব্যাচের ১০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এ সময় বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।
এর আগে চীনের উপহার দেওয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ১২ মে এবং ৬ লাখ ডোজ টিকা ১৩ জুন ঢাকায় আসে। এরপর সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ২ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়।
সাননিউজ/এমআর