ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার একটি প্যাভিলিয়নে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। মেলোর ফ্রুটিকা প্যাভিলিয়নে আগুন লাগে সন্ধ্যা ৭টার দিকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।