সান নিউজ ডেস্ক:
বায়ুদূষণের সূচকে আবারও এক নম্বরে উঠে এসেছে ঢাকার নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচকে (একিউআই) আজ বৃহস্পতিবার ঢাকা বায়ুদূষণে প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বুলগেরিয়ার সোফিয়া অঞ্চল এবং তৃতীয় অবস্থানে দিল্লি।
এয়ার ভিজ্যুয়ালের সূচক অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) ঢাকার বায়ুমান সূচক ছিল ১৯১, যা চরম অস্বাস্থ্যকর বলে নির্দে শ করেন বিশেষজ্ঞরা।
সপ্তাহজুড়েই মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বায়ু। বিশেষজ্ঞরা বলছেন, ‘ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫ এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়েছে।