চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের পশুরহাটে গরু আনার পথে ডাকাতের গুলিতে আব্দুর রহমান নামে এক ট্রাক চালক খুন হয়েছেন। তবে ৯৯৯-এ ফোনে ট্রাকের গরুগুলো ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১৬ জুলাই) ভোর ৪ টার দিকে নগরীর বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানান সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল করিম।
তিনি জানান, মাগুরা সদর থেকে একটি ট্রাকে ১২টি গরু নিয়ে চট্টগ্রামের পশুর হাটের দিকে যাচ্ছিল গরুর মালিক। কিন্তু নোয়াখালী আসার পর একটি গরু মারা যায়। এরপর সেখান থেকে আরেকটি ট্রাক ভাড়া করেন গরুর মালিক। দুই ট্রাকে গরুগুলো নিয়ে আসা হচ্ছিল।
কিন্তু ট্রাকটি শুক্রবার ভোরে চট্টগ্রামের বয়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি পিকআপ গতিরোধ করে। এরপর ট্রাকের দুই পাশে দু‘জন করে চারজন লোক উঠে পিস্তল ধরেন। এ অবস্থায় গাড়ি চালানো শুরু করেন আব্দুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে এক ডাকাত তাকে গুলি করে। চালক আব্দুর রহমান যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।
এএসপি আশরাফুল করিম জানান, গুলিতে আব্দুর রহমানের মৃত্যুর পর ডাকাতরা গরুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তায় যানজট থাকায় অন্য গাড়ির যাত্রীরা ঘটনা বুঝতে পেরে ৯৯৯ নম্বরে ফোন করেন। এতে দ্রুত ঘটনাস্থলে পৌছে পুলিশ। টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।
সান নিউজ/আইকে