নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে। করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো তাকে এ পুরস্কার দেয়া হয়। এসময় মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে করপোরেশনের দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভার শুরুতে পুরস্কার দুটি দেয়া হয়। পুরস্কার প্রদান করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে আরিফুল হককে তার মূল বেতনের এক মাসের বেসিক, একটি ক্রেস্ট, একটি সনদ এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট, একটি সনদ প্রদান করা হয়েছে।
সাননিউজ/এমএইচ