জাতীয়

রাজধানীতে মলম পার্টি পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। ঈদকে কেন্দ্র করে এসব পার্টি প্রতিবছরই সক্রিয় হয়ে ওঠে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে এ চক্রের পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ, মলম, দৃষ্টি ভ্রম করার টাইগার বাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. সাগর সৌরভ (২২), মো. সেলিম (২৩), মো. সালমান (২১) ও মো. মহসিন (২৩)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ জুলাই) রাতে র‍্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মলম পার্টির সদস্য অপরাধ করার উদ্দেশে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করেছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মলম পার্টির এই পাঁচ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সারা বছর তারা অপরাধ করে। ঈদকে কেন্দ্র করে তারা নতুন করে আবারও মাঠে নেমেছে। এই চক্রের মেইন টার্গেট থাকে দূর-দূরান্তের যাত্রীরা। তারা এসব যাত্রীর সঙ্গে বাস, রিকশাভ্যান বা সিএনজিতে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি অবস্থান গ্রহণ করে এবং সুযোগ মতো ওষুধ এবং তরল কেমিক্যাল ও মলম দিয়ে তাদের অজ্ঞান করে বা চোখে দিয়ে সাময়িক অন্ধত্ব বা দৃষ্টিভ্রমের সৃষ্টি করে।

ঠিক এই সময়ের মধ্যে তাদের অন্য সহযোগীরা ওই ভুক্তভোগীর কাছ থেকে যাবতীয় সরঞ্জাম, টাকা-পয়সা, মোবাইল, অলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ঈদের সময়কে কেন্দ্র করে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক...

ছয় দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জে ছয় দফা দাবীতে পলিটেকনিক ইনস্টিটিউটের শি...

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক বিবাদ নিরসনের সময় দ...

২ জুন অন্তর্বর্তী সরকারের বাজেট ঘোষণা

প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘো...

বরফঠান্ডা পানিতে গোসল করে গিনেস রেকর্ডস

প্রচণ্ড শীতে প্রায় মাইনাস ডিগ্রী পানিতে গোসল করার...

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের...

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবা...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মা...

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে...

১৭ এপ্রিল: মুত্তিয়া মুরালিধরন এর জন্মদিন

মুত্তিয়া মুরালিধরনের (মুরালি হিসেবে প্রায়শই পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা