নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। কঠোর বিধিনিষেধ শেষে দুই সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে সচিবালয়ের কার্যক্রম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সচিবালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখা গেছে, আগের মতোই ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের পদচারণায় মুখর সচিবালয়।
এদিকে সচিবালয়ের গাড়ি রাখার জায়গায়ও শত-শত গাড়ি দেখা গেছে। জায়গার তুলনায় অতিরিক্ত গাড়ির কারণে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আজও তেমন চিত্র দেখা গেছে।
ঈদের আগে আর মাত্র দুইটি কর্মদিবস রয়েছে। আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার এবং সোমবার (১৮ এবং ১৯ জুলাই) সরকারি অফিস খোলা থাকবে। মঙ্গলবার (২০ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।
ঈদের ছুটি শেষে টানা ১৪ দিন কঠোর বিধিনিষেধ থাকবে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পূর্বঘোষিত এই বিধিনিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকাতে হবে।
চিঠিতে বিধিনিষেধ আরোপকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতরের সরকারি কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সূত্রস্থ স্মারকদ্বয়ে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হলো।
প্রজ্ঞাপনে ৩০ জুন এবং ৫ জুলাইয়ের দুটি স্মারকের সূত্র দেওয়া হয়। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে ৩০ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। আর ৫ জুলাই এ বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সাননিউজ/এমএইচ