নিজস্ব প্রতিবেদক : টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়ে চলে ১৪ জুলাই পর্যন্ত। এতে দুই সপ্তাহে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ঈদুল আজহাকে সামনে রেখে সরকার বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে ফের চালুর অনুমতি দিয়েছে।
লকডাউন শিথিল করে গণপরিবহন চলাচলের অনুমতি পাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন রুটে ছোট-বড় বাস, সিএনজিচালিত অটো রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল, টেম্পুসহ বিভিন্ন পরিবহনের যাত্রী চলাচল শুরু হয়। সকালে পরিবহন ও যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, শাহবাগ, গুলিস্তান মতিঝিল, পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় লোকজনের উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাসের হেলপারদের উঁচু গলায় যাত্রীদের ডাকতে দেখা যায়। আর আসন্ন ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরার জন্য একাধিক ব্যাগ নিয়ে বহু যাত্রীকে বাসে উঠতে দেখা যায়।
সান নিউজ/জেআই/এসএ