নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের পর বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে দুরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এ দিকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে ধীর গতির সৃষ্টি হয়। যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ায় ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ ধীরগতি কখনও যানজটের রূপ নিচ্ছে।
তিনি আরও জানান, কড্ডার মোড় এলাকার পশ্চিমে একটি বাস সড়কের মধ্যে বিকল হয়ে পড়া ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় থেমে থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
সান নিউজ/এনএম