জাতীয়

২৪ ঘণ্টায় অপসারণ হবে বর্জ্য

জাহিদ রাকিব

কোরবানির ঈদে রাজধানীতে বর্জ্য অব্যবস্থাপনার কারণে নানান দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার এখানে-সেখানে বর্জ্য রেখে দেয়া, সময়মত পরিস্কার না করাসহ দুর্গন্ধে নাভিশ্বাস উঠে নাগরিকদের। এ অবস্থা থেকে মুক্তি দিতে ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমীন বুধবার দুপুরে সান নিউজকে একান্ত সাক্ষাৎকারে বলেন, কোরবানির প্রথম দিন ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। আসছে কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনার মেয়রের উপস্থিতিতে বোর্ড মিটিং সম্পূর্ণ হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বর্জ্য অপসারণের জন্য ভারি ও হালকাসহ পাঁচ শতাধিক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখতে ৩০ টন ব্লিচিং পাউডার ও ১৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিঁটানো হবে। আর এই কর্মযোগ সম্পূর্ণ করবে প্রায় ১০ হাজার শ্রমিক।

তিনি বলেন, আমাদের সেবাদানকারী যেইসব প্রতিষ্ঠান আছে তাদের সমন্বয়ে আমাদের পরিছন্নতাকর্মীরা কাজ করবে। বর্জ্য সংরক্ষণের জন্য ডিএসসিসি থেকে প্রায় এক লাখ ২০ হাজার বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি নির্দিষ্টস্থানে পশু জবাই করার জন্য বলা হয়েছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা এবার কোরবানি বর্জ্য অপসারণ করে জীবাণুনাশক করার জন্য ৩০টন ব্লিসিন পাউডার পাশাপাশি ১৮০০ লিটার থেকে স্যাভলন পানি দিয়ে শহরকে জীবাণুমুক্ত করবো।

তিনি আরও বলেন, এবার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও বেশী গতিশীল করার জন্য আমরা নগর ভবনের নিজস্ব কন্ট্রোল রুম স্থাপন করবো। এখানে নগরবাসী তাদের এলাকার আঙ্গিনা পরিস্কার না করলে তারা হট লাইনে ফোন দিলে আমরা তা সাথে সাথে পরিস্কার করার ব্যবস্থা করবো।

কোরবানির পর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা তা দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারবো। পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের কেউ ছুটিতে থাকবে না।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

'শূন্যতা থাকে না, মানুষ অন্য দেশে সমাধান খুঁজে নেয়'

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ভিসা দেবে কি না, সেটা তাদের...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

দেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ এর আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছ...

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা