নিজস্ব প্রতিবেদক: অচিরেই নীলফামারী জেলার সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি বিমান চলাচল উদ্বোধন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড (বেবিচক)র জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিমানের এই নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সাথে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশিয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুইটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এই ফ্লাইট।
শীঘ্রই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে।
সান নিউজ/এফএআর