কূটনৈতিক প্রতিবেদক: মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, এমপি। বুধবার (১৪ জুলাই) সকালে তিনি ঢাকা ছাড়েন।
সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করোনাভাইরাসের টিকা, রোহিঙ্গা ও তালেবান ইস্যু নিয়ে আলাদা বৈঠক হবে।
১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় দুই দিনের এই সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মূলত অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার ক্ষেত্রে সংযুক্তির মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করেছেন।
সান নিউজ/এফএআর