নিজস্ব প্রতিবেদক: ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে রেল চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, এমপি। সোমবার (১২ জুলাই) এ কথা জানান তিনি।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১ হতে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। পরবর্তীতে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এ সময় সরকারি-বেসরকারি সকল অফিস, দোকানপাটসহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। এ সময় শুধু রিক্সা, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা খাতে ব্যবহৃত যানবাহন ও গণমাধ্যমের গাড়ি ছাড়া বাকি সব যানবাহন বন্ধ করে দেয়া হয়।
রেলমন্ত্রী বলেন, রেলের টিকেট বুধবার (১৪ জুলাই) থেকে অনলাইনে বুকিং দেয়া যাবে। তবে কোন কাউন্টার খুলবে না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের রেলে যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হলে তার মেয়াদ আরো বৃদ্ধি করা হয়।
রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে রেল মন্ত্রণালয়।
সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সরকার লকডাউন শিথিল করার কথা ভাবছে।
তার সেই মন্তব্যের দুই ঘণ্টার মধ্যেই ট্রেন চালুর কথা জানাল রেলপথ মন্ত্রণালয়।
সান নিউজ/এফএআর