কূটনৈতিক প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পাচার করা ৩০ বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করেছে। সাথে দালাল চক্রের ৬ ভারতীয়কেও গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে অনলাইন দ্য হিন্দু।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ১০ই জুলাই পর্যন্ত এসব যুবতী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। তাদেরকে প্রলুব্ধ করে পাচার করার অভিযোগে দালাল হিসেবে ৬ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।
বিএসএফের কর্মকর্তারা বলেছেন, এসব যুবতীকে উন্নত কাজের প্রতিশ্রুতি দিয়ে পাচার করা হয়েছিল। ২২ শে জুন তারা ১৭ বছর বয়সী আলিমা (ছদ্মনাম) এবং তার ৪৫ বছর বয়সী তার মাকে উত্তর ২৪ পরগনার জিৎপুর সীমান্ত পোস্ট থেকে উদ্ধার করা হয়। মালদা থেকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার পর্যন্ত বিস্তৃত ৯১৩.৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখান দিয়ে এবার গরু পাচার উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু এ সীমান্ত দিয়ে পাচার অব্যাহত রয়েছে।
এতে আরো বলা হয়েছে, এর ফলে করোনা সংক্রান্ত রোগের বিস্তার ঘটছে উভয় দেশে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে কমপক্ষে ২ হাজার ১৭৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ।
গত বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০৬০ এ। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে বেশির ভাগই নারী। তাদেরকে সীমান্তের অন্যপাড়ে ভাল কাজ বা বিয়ের প্রলোভন দেয়া হয়েছে।
সান নিউজ/এফএআর