চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম পেল চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা। রবিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে টিকার এই চালান চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, টিকার চালানের মধ্যে সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ও ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ মডার্নার। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা রয়েছে।
সিভিল সার্জন জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। তাই এসব টিকা শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই টিকার আওতায় আসবে। আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে উপজেলা পর্যায়ে।’
এই টিকা আসায় আগামী সপ্তাহ থেকে ফের গণ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। শনিবার থেকে টিকা প্রধানকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে ৮ জন করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সান নিউজ/আইকে