নিজস্ব প্রতিবেদক: দেশে গত বছরের মার্চে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ২ হাজার ৯৩৯ জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৭৪২ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) সাপ্তাহিক তথ্যচিত্রে বিষয়টি জানা গেছে। সংগঠনটি নিয়মিত গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকে। শনিবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ গ্রাফ প্রকাশ করে।
সংস্থাটির সর্বশেষ গ্রাফ (৬ জুলাই পর্যন্ত)থেকে জানা যায়, অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৬৬২, রাজশাহী বিভাগে ৫২৪ জন, ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিভাগে ২৫৩ জন, সিলেট বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন ও রংপুর বিভাগে ৯৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
সান নিউজ/এমআর